পাকসার্কাস লোহাপুল এ বিধ্বংসী আগুন


বুধবার,২৯/০৫/২০১৯
679

পাকসার্কাস লোহাপুল এ বিধ্বংসী আগুন। পুড়ে ছাই বহু কাঠের ও বাঁশের গোলা। বুধবার দিনের ব্যস্ত সময় হঠাৎই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর এক এক করে মোট দমকলের ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহু পরে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ফলে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যায়। সময়মতো দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এলে আগুন এত ছড়াত না বলে মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা। পার্কসার্কাস রেল স্টেশনের কাছেই লোজাপুলে রেল লাইনের ধারে রয়েছে বহু কাঠের ও বাঁশের গোলা।

https://youtu.be/BwvbGMMI71I

দাহ্য বস্তু হয় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে নেমে পড়েন। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডে ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট