নিজস্ব প্রতিবেদন ; এদিন শুরু থেকেই দুরন্ত ছন্দে দেখা যায় ভারতীয় দলকে। এদিন প্রথমে কার্ডিফে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। এদিন আবারও হতাশ করল ভারতের দুই ওপেনার। কিন্তু লোকেশ রাহুলের সেঞ্চুরী ভারতকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫৯ রানের লক্ষ্যে রাখে বাংলাদেশের সামনে। তবে শুধু রাহুলই নন এদিন কোহালিকে স্বস্তি দিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির সেঞ্চুরি । জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। লিটন দাস ও মুশফিকুর রহিম দলকে এগিয়ে নিয়ে যান অনেকটাই। কিন্ত শেষ রক্ষা হল না ২৬৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস । ৯৫ রানে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল।
স্বস্তির জয় ভারতের
বুধবার,২৯/০৫/২০১৯
688
বাংলা এক্সপ্রেস---