বিদ্রোহ বার কাউন্সিলে


সোমবার,২৭/০৫/২০১৯
635

বাংলা এক্সপ্রেস, কলকাতা: বিদ্রোহী হয়ে উঠলেন বার কাউন্সিলের একাংশ আইনজীবী। কর্মবিরতি স্থগিত সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের এই বিদ্রোহী মনোভাব। সোমবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বার কাউন্সিলের কর্মকর্তাদের বিরুদ্ধে সোচ্চার হলেন তাঁরা। বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব সহ অন্যান্য কর্মকর্তাদের অবিলম্বে পদত্যাগ করার দাবি তোলেন সুব্রত মুখার্জি, সুকান্ত ঘোষ সহ একাধিক আইনজীবী। হাওড়া কোর্ট চত্বরে পুলিশের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষের ঘটনায় বহু আইনজীবী আহত হয়েছিলেন। এখনো পর্যন্ত ওই ঘটনায় অভিযুক্তদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তারই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছিলেন আইনজীবীরা। বার কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা করা হয় আপাতত তিন মাসের জন্য এই কর্মবিরতি স্থগিত রাখা হচ্ছে। বার কাউন্সিলের সব আইনজীবীর সঙ্গে আলোচনা না করেই বার কাউন্সিলের পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ। এরই প্রতিবাদে এক অংশ আইনজীবী বার কাউন্সিলের তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন বলা যায়।

https://youtu.be/NUK752j9o_A

তবে কি সিদ্ধান্ত বার কাউন্সিল নিয়েছে আগামী তিন মাস কর্মবিরতি স্থগিত তা মেনে নিয়েছেন তারা। তবে এই তিন মাসের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়া হলে আবারো তারা কর্মবিরতি শুরু করবেন বলে দিন হুঁশিয়ারি দিয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে সুব্রত মুখার্জি, সুকান্ত বোসরা বলেন রাজ্য সরকারের আইনমন্ত্রী কিংবা রাজ্য সরকারের কোন মন্ত্রী তাদের সঙ্গে এই নিয়ে কোনো আলোচনা করেনি। বার কাউন্সিল একটি বিশেষ রাজনৈতিক দলে দলে দলে পরিণত হয়েছে বলে এদিন বিদ্রোহী আইনজীবীরা অভিযোগ করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট