বাংলা এক্সপ্রেস, নদিয়া:এবারের এই লোকসভা নির্বাচনে নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। বিজেপি প্রার্থীর জয়ের পর থেকেই রানাঘাটের বিভিন্ন এলাকায় তৃণমূলের দখলে থাকা বিভিন্ন পার্টি অফিস দখল নেওয়া শুরু করেছে বিজেপি। শিমুরালি রেল স্টেশনের প্লাটফর্মে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন এর অফিস দখল নিয়েছে বিজেপি। তৃণমূলের হকার্স ইউনিয়নের অফিস ছিল এটি। সোমবার এই পার্টি অফিসে সবুজ রং এর উপর গেরুয়া রঙের প্রলেপ দিতে দেখা যায়। আগেই তৃণমূলের তেরঙা পতাকা নামিয়ে সেখানে উড়িয়ে দেয়া হয়েছে গেরুয়া পতাকা। শুধু এই ট্রেড ইউনিয়নের অফিসটি নয় এলাকার আরো বেশ কয়েকটি অফিসের দখল নিয়েছে বিজেপি।
গেরুয়া দখলে তৃণমূল পার্টি অফিস
সোমবার,২৭/০৫/২০১৯
626