বাংলা এক্সপ্রেস ডেস্ক: নিজেদের প্রথম ও টুর্নামেন্টের তৃতীয় প্রস্তুতি ম্যাচে অজিদের কাছে হেরে গেল হট ফেভারিট ইংলীশরা।সাউদাম্পটনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৭ রান করে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২৯৮ রানের জয়ের লক্ষ্যে মাটে নেমে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৫ রান করতে সক্ষম হয় ইংল্যান্ড। ফলে ১২ রানে পরাজয় বরণ করতে হয় ২০১৯ বিশ্বকাপের হট ফেভারিটদের। অস্ট্রেলিয়ার ওপেনার স্টিভ স্মিথ ১০২ বলে ১০৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। ইংল্যান্ডের প্লুঙ্কেট অসাধারণ বোলিং নৈপুণ্যে ৪ টি উইকেট দখল করেন।
নিজেদের প্রথম ও টুর্নামেন্টের তৃতীয় প্রস্তুতি ম্যাচে অজিদের কাছে হেরে গেল হট ফেভারিট ইংলীশরা
সোমবার,২৭/০৫/২০১৯
718
নিজস্ব প্রতিবেদক ---