নিজস্ব প্রতিবেদন ঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে হারের মুখ দেখতে হল ভারতকে। আর সেই কিউয়ি বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ কোহলিরা। এদিন বিশ্বকাপের প্রথম অয়ার্ম আপ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এদিন শুরুতেই গুরুত্বপুর্ন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। ভারত।ভারতের ইনিংসের হাল ধরেন রবীন্দ্র জাডেজা। তাঁর ব্যাট থেকে আসে ৫০ বলে ৫৪ রান। ১১৫ রানে আট উইকেট থেকে ১৭৯ রানে থামে ভারত। জবাবে ব্যাট করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় কিউয়িরা। এদিন ভারতীয় দলের পারফরম্যান্সও নিঃসন্দেহে চিন্তায় রাখবে গোটা শিবিরকে।
ছয় উইকেটে অনায়াসে ম্যাচ পকেটে পুরলেন কিউয়িরা।
রবিবার,২৬/০৫/২০১৯
746
বাংলা এক্সপ্রেস---