নিজস্ব প্রতিবেদন ; গরমে নাজেহাল সাধারন মানুষ। দিনভর ভ্যাপসা গরমে প্রান ওষ্ঠাগত। তবে শনিবার সন্ধ্যের পর থেকেই তাপমাত্রা অনেকটাই কমে আসে। সন্ধ্যের পর থেকে শুরু হয় ঝড়ো হাওয়া ও তীব্র বৃষ্টি। বেশ ঘণ্টা খানেক ধরে এই বর্ষণ ও তীব্র হওয়া চলতে থাকে। তবে আজ সকাল থেকেই আবার পারদ চড়ছে। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে তাপমাত্রা। রবিবার শহর বা শহরতলির কোনও এলাকায় এই আশঙ্কা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা শহর বা শহর সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাত হবে।
তীব্র দাবদাহের পর এল বৃষ্টি। স্বস্তি পেলেন সাধারণ মানুষ।
রবিবার,২৬/০৫/২০১৯
825