বিজেপি কর্মীকে মারধর এবং দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে,নিখোঁজ এক বিজেপি কর্মী


রবিবার,২৬/০৫/২০১৯
572

পশ্চিম মেদিনীপুর:– ভোট পরবর্তী অশান্তি অব্যাহত নারায়ণগড়ে।বিজেপি কর্মীকে মারধর এবং দোকান ভাংচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।অভিযোগ নারায়নগড়ের হাদলা হাটের উপরে তৃণমূলের বেশ কয়েকজন কর্মী সমর্থক লাঠি রড বাঁশ এবং ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায় বিজেপির উপরভাঙচুর চালায় বিজেপি কর্মীদের দোকানগুলোতেও।এই ঘটনায় চারজন বিজেপি কর্মী আহত হয়।দিন কয়েক আগে নারায়ণগড় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ।তারপরে এই ঘটনায় সন্ত্রস্ত এলাকা।জানা গিয়েছে বিজেপির এক কর্মী গতকাল রাত থেকে নিঁখোজ।নিঁখোজ ওই বিজেপি কর্মীর নাম যুগল দাস(২৫)।মূলত বিজেপি করার অপরাধে মারধর করা হয় তাদের উপর।অপরদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে।তাদের দাবি এই ঘটনায় তৃণমূলের ও ১ জন আহত হয়েছে।ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশবাহিনী।এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট