বাংলা এক্সপ্রেস ডেস্ক: বামপন্থীদের আশীর্বাদ না পেলে জিততে পারতাম না বলে মন্তব্য করলেন বিষ্ণুপুরের সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ভোটে জিতেই বামপন্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানালেন সদ্য নির্বাচিত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার নির্বাচনের ফল ঘোষণার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেন, “বিষ্ণুপুরের বামপন্থীরা দুহাত তুলে আমায় আশীর্বাদ করেছেন। বামপন্থীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বামপন্থীদের সহযোগীতা আমার কাছে বিরাট পাওনা। বামপন্থীরা আশীর্বাদ না করলে আমি জিততে পারতাম না।” একইসঙ্গে তিনি বলেন, “আমার জয়ের পেছনে আমার স্ত্রী সুজাতা এবং বিজেপি নেতৃত্বের অনবদ্য ভূমিকা রয়েছে।” সৌমিত্র খাঁর এই বক্তব্য প্রসঙ্গে বিষ্ণুপুর লোকসভা অধীন খণ্ডঘোষের তৃণমূল ব্লক সভাপতি পার্থিব ইসলাম বলেন, “বাম আর রাম যে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তা তৃণমূল নেত্রী অনেকদিন আগে থেকেই বলে আসছেন। সৌমিত্র খাঁ সেই সত্যকেই প্রকাশ্যে এনে দিলেন।”
বামপন্থীদের আশীর্বাদ না পেলে জিততে পারতাম না, বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
রবিবার,২৬/০৫/২০১৯
603
নিজস্ব প্রতিবেদক ---