যতোদিন বেঁচে থাকব, ততোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে চলব: ইদ্রীশ আলী


রবিবার,২৬/০৫/২০১৯
626

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস, উলুবেড়িয়া: যতোদিন বেঁচে থাকব, ততোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে চলব। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা উপনির্বাচনে জয়লাভের পর এই কথা বলেন আইনজীবী ইদ্রীশ আলি। তিনি বলেন, “আমি কৃতজ্ঞ পরম করুণাময় আল্লাহ/ঈশ্বর এর কাছে,যে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে উলুবেড়িয়া পূর্বের মানুষের কাছ থেকে এই ভালোবাসার জয় পেয়েছি। এই জয় ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। এই জয় উলুবেড়িয়া পূর্বের মানুষের জয়।
আমি আরও একবার কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে উলুবেড়িয়া পূর্বের মানুষদের পাশে থেকে তাদের সাথে নিয়ে কাজ করার একটা সুযোগ করে দেবার জন্য। যতদিন বেঁচে থাকবো মমতা বন্দ্যোপাধ্যায় এর নীতি আদর্শ মেনে তাঁর দেখানো পথে চলবো। মানুষের পাশে থেকে কাজ করবো।
অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই হাওড়া গ্রামীন জেলা সভাপতি পুলক রায়,পূর্ব কেন্দ্রের সভাপতি বেনুকুমার সেন,উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দীন খান,সহ উলুবেড়িয়ার সমস্ত বিশিষ্ঠ নেতৃত্ব দের সবাইকে।

 

“তিনি আরও বলেন, “কঠিণ পরিস্থিতিতে জিতেছি। এর জন্য দলের নেতা -কর্মীরা প্রচুর পরিশ্রম করেছেন। উন্নয়নের রাজনীতি জিতেছে। “

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট