বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কিউইদের কাছে ব্যাটে-বলে চরম ব্যর্থ টিম ইন্ডিয়া


রবিবার,২৬/০৫/২০১৯
643

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস ডেক্স: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ব্যাটে-বলে চরম ব্যর্থ টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটের বিশাল ব্যবধানে পর্যুদস্ত হতে হয়েছে কোহলিদের। শনিবার লন্ডনের ক্যানিংটন ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মেন ইন ব্লু। প্রস্তুতিপর্বের চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৭৯ রান করে টিম ইন্ডিয়া। ১৮০ রানের অতি সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৭.১ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। কিউইদের দলপতি কেন উইলিয়ামসন ৬৭ এবং রস টেলর ৭১ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, যুবেন্দ্র চাহাল এবং রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ৫০ বলে ৫৪ রান করেন। আর কেউ সেভাবে কিউই বলিং লাইন আপের সামনে দাঁড়াতেই পারেনি। নিউজিল্যান্ডের বোল্ট ৪টি এবং নিশাম ৩টি তিনটি উইকেট নেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট