বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচেই পাক বধ আফগানদের


রবিবার,২৬/০৫/২০১৯
513

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস ডেস্ক: অনেকেই তাদেরকে ‘ব্ল্যাক হর্স’ বলে অভিহিত করেন। সেই ব্লাক হর্স আফগানদের কাছে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচেই হারতে হলো শক্তিশালী পাকিস্তানকে। যদিও সাম্প্রতিককালে পাকিস্তানের ফ্রম মোটেও ভালো যাচ্ছে না। অস্ট্রেলিয়ার কাছে ৫-০ এবং ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যাবধানে হোয়াইটওয়াশ হতে হয়েছে তাদের। শুক্রবারে ব্রিস্টলে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬২ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। ২৬৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২ বল বাকি থাকতে এবং ৩ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম আফগানিস্তান। পাক ব্যাটসম্যান বাবর আজম এদিন ১০৮ বলে ১১২ রান দুরন্ত ইনিংস খেলেন। ৪৪ রান করেন শোয়েব মালিক। আফগান বোলার মোহাম্মদ নবি ৩টি এবং দৌলত জাদরান ও ‘বিস্ময় বালক’ রশিদ খান যথাক্রমে ২টি করে উইকেট নেন। আফগান ব্যাটসম্যানদের মধ্যে হাসমতুল্লাহ শহীদি ৭৪ এবং ‘হার্ডহিটার’ হযরতউল্লাহ জাজাই মাত্র ২৮ বলে ৪৯ রান করেন। পাকিস্তানের ওয়াহাব রিয়াজ এবং ইমাদ ওয়াসিম যথাক্রমে ৩ টি এবং ২টি উইকেট তুলে নেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট