বাংলা এক্সপ্রেস, ভাঙড় :যাদবপুর লোকসভা কেন্দ্রে ভাঙড় থেকে বিপুল লিড নিয়ে তৃনমূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী জয়লাভ করেছে। তাঁকে ভাঙড় থানার সামনে সংবর্ধনা দেওয়া জন্য মঞ্চ তৈরি করে ছিলেন ভাঙ ১এ ব্লক তৃণমূল সভাপতি কাইজার আহমেদ। সেই মঞ্চ থেকে এদিন দলেরই নেতা প্রাক্তন বিধায়ক তথা ভাঙা ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আরাবুল ইসলামকে তীব্র আক্রমণ করলেন কাইজার। এদিন ভাঙড়ের ‘তাজা’ নেতাকে পচা নেতা বলেন কাইজার। এমনকি আরাবুলের জন্য ভাঙড়ে তৃণমূলের বদলাম হচ্ছে বলেকাইজার মন্তব্য করেন। পাশাপাশি আরাবুল বিজেপিতে যোগদান করার জন্য যোগাযোগ রাখছে বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। এর পক্ষে তিনি যুক্তি দিয়ে বলেন, আরাবুল অনুগামী প্রাক্তন জেলা পরিষদ সদস্য মির তাহের আলিসহ আরাবুলের অন্যান্য অনুগামীরা বিজেপির পতাকা নিয়ে এলাকায় গুন্ডামি করছে। আমাদের কর্মীদের মারধর করছে। কাইজার আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, পোলেরহাটে মানুষের উপরে অত্যাচার করছে আরাবুল বাহিনী। এতে আমাদের দলের বদলাম হচ্ছে। এ বিষয়ে পাল্টা আরাবুল ইসলাম বলেন, কাইজারের নিজেরই ঠিক নেই,ও কোন দলের লোক। ওর বাবা সিপিএম করত, এখন তৃণমূল করছে। কাইজার কে আমি হাতে ধরে দলে নিয়ে এসেছিলাম। আরাবুল আরও বলেন, এখন কাইজার এবং ওর ভাই তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছে। যেকোন দিন বিজেপিতে চলে যেতে পারে। ও একটা চরিত্র হীন।আমাকে কি বললো তাতে কিছু যায় আসে না।
ভাঙড়ের এক পচা নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, নাম না করে আরাবুলকে আক্রমণ কাইজারের
শনিবার,২৫/০৫/২০১৯
878
নিজস্ব প্রতিবেদক ---