বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে: ফিরহাদ


শুক্রবার,২৪/০৫/২০১৯
867

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস ডেক্স: বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করলেন কলকাতার মেয়র কথা মন্ত্রী ফিরহাদ হাকিম। মূলত তিনি নাম না করে বিজেপিকে বোঝাতে চেয়েছেন। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও নজরকাড়া ফল করেছে বিজেপি। রাজ্যের ৪২ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে বাইশটি। অন্যদিকে ১৮ টি আসন পেয়ে তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলছে পদ্মা শিবির। ফল বেরোনোর পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে । এমন অবস্থায় প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়েছে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন ,”অনেক রকম প্ররোচনা হচ্ছে। বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছি। আমরা আইন হাতে তুলে নেব না। পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নেবে এবং নিচ্ছে। বাংলার কৃষ্টি ও সংস্কৃতির ধারক ও বাহক আমরাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট