কঠিন শ্রমেই অবশেষে এল কাঙ্খিত জয়,


শুক্রবার,২৪/০৫/২০১৯
588

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ;  বৃহস্পতিবার সকাল থেকেই গণনা কেন্দ্রগুলির সামনে উৎসবের চেহারা। কোথাও উড়ছে সবুজ আবার কোথাও গেরুয়া আবির। বৃহস্পতি বার ভোর থেকেই গননা কেন্দ্র গুলির সামনে হাজির পুলিশ ও কেন্দ্রিয়বাহিনী। এদিন বিজয়গর জ্যোতিষ রায় কলেজে চলছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট গননা। তবে বেলা যত গড়িয়েছে যাদবপুরে তৃনমূল প্রার্থীর এগিয়ে যাওয়ার ব্যাবধান ক্রমেই বেড়েছে।তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর এগিয়ে থাকার খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া তৃণমূল শিবিরে।  তবে বেলা ৪টে নাগাদ যখন খবর এল তৃনমূল প্রার্থী আড়াই লাখ ভোটে এগিয়ে তারপরেই শুরু হয়ে গিয়েছে আবীর খেলা। তবে শেষমেশ বিপুল ব্যবধানে জয়যুক্ত হলেন মিমি চক্রবর্তী।  পর পর গত দু মাসে মাঠে ময়দানে প্রচারে বেড়িয়েছিলেন তিনি। দু মাসের সেই কঠিন শ্রমেই অবশেষে এল কাঙ্খিত জয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট