বাংলা এক্সপ্রেস ডেক্স: গোটা রাজ্যে কার্যত ধুয়ে মুছে ছাপ বামেরা। খাতাই খুলতে পারেনি তারা। তবে লড়াই ছেড়ে যাচ্ছেন না ,বললেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বাম মনোনীত সিপিএম প্রার্থী মাকসুদা খাতুন। এদিন এট ফেসবুক পোস্টে মাকসুদা লেখেন, “ভাল বা মন্দ যাহাই ঘটুক সত্যরে লও সহজে। জনাদেশ মাথা পেতে নিলাম। আগামীতে চেষ্টা করব মানুষের আশীর্বাদ পুনরুদ্ধারের। চেষ্টা করব মানুষের আশীর্বাদ পাওয়ার।যারা সাথে রইলেন, পাশে থাকলেন, যারা লড়ে যাচ্ছেন, তাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন। আর হ্যাঁ, আমরা লড়াই ছেড়ে যাচ্ছি না। শুধু আগামীটা আরও কঠিন হল এই যা।”
মাকসুদা খাতুন হেরেও বললেন লড়াই ছেড়ে যাচ্ছিনা
বৃহস্পতিবার,২৩/০৫/২০১৯
2056
নিজস্ব প্রতিবেদক ---