দারিদ্রতা ছাপিয়ে সাফল্যে কেশিয়াড়ির বিশাখা।লক্ষ্য ইঞ্জিনিয়ার হওয়া


বৃহস্পতিবার,২৩/০৫/২০১৯
571

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- বাড়ি থেকে প্রস্তুত বিয়ে দেবে,আর মেয়ে চায় পড়াশুনা করে ইঞ্জিনিয়ার হবে।মাধ্যমিক পরীক্ষায় দারিদ্রতা উপেক্ষা করে সফল কেশিয়াড়ির খাজরা সতীশচন্দ্র মেমোরিয়াল হাইস্কুলের বিশাখা দে।প্রাপ্ত নং ৬৩২।বাবা স্বপন দে সামাম্য ইটভাটাতে ২০০ টাকা বেতনে কাজ করে।তবুও নিজেই জেদ নিয়ে মাধ্যমিকে সফল বিশাখা।বাড়ি কেশিয়াড়ি থানার খাজরা ২ অঞ্চলের প্রত্যন্ত গ্রাম চন্দনাতে।বাড়ি থেকে সাইকেল করে বিদ্যালয়ে আসে বিশাখা।দীর্ঘ দুই কিলোমিটার সাইকেল করে পড়তে আসে।নেই টিউশন।বাড়িতে নুন আনতে পানত‍ ফুরোয়।সরকারী থেকে বেসরকারী যেকোন সাহায্য পায়নি বিশাখা।কন্যাশ্রিতে কে টু আর সবুজশ্রী ছাড়া কোন সাহায্য পায়নি সে।ব‍ড়ির কাছে এক দাদার সাহায্য নিয়ে পড়াশুনা করে সে।বড় হতে চায় সে।বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে এবং বাবা মা কে দেখবে।সন্ধ্যা নামলে বাড়িতে নামে অন্ধকার,তবুও সে পড়াশুনা চালিয়ে যায়।উচ্চমাধ্যমিক পরীক্ষাতে বিজ্ঞান বিভাগে পড়তে চায় সে।
সাহায্যের আর্তি জানিয়ে জানিয়েছে বিশাখা।সাহায্যের হাত পেলে বড় হয়ে প্রতিষ্ঠিত হতে পারবে সে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট