বিশ্বকাপে অংশ নিতে ইংলিশ চ্যানেল পার হলেন ভারতীয় ক্রিকেট টিম


বৃহস্পতিবার,২৩/০৫/২০১৯
628

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস ডেক্স: আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা। তারপর কাঠি পড়তে চলেছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ঢাকে। পঞ্চাশ ওভারের ব্যাটে -বলের মহারণ দেখবে গোটা বিশ্ব। সেই মহারণে অংশ নিতে মঙ্গলবার ইংল্যান্ডের বিমানে চড়েন টীম কোহলি। অভিঞ্জ ধনী কোহলির সঙ্গে ইংলিশ চ্যানেল পার হলেন কয়েকজন নবিন ক্রিকেটারও। চলতি মাসের ৩০ তারিখ ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠবে। মোট দশটি দেশ মাঠে নামবে শিরোপা দখলের লড়াইয়ে। ইংল্যান্ডের সঙ্গে ভারতও হটফেভারিট হিবাবে মাঠে নামছে। অভিঞ্জতা আর তারুণে গড়া ভারতীয় দলের উপর তৃতীয় বারের মতো শিরোপি জয়ের প্রতাশা ১২৫ কোটি দেশবাসীর। ৩০ মে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই ‘চোকার্স’ দল স্বাগতিক ইংল্যান্ড ও আফ্রিকি দেশ সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ জুনের ৫ তারিখ। ১৬ জুন ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের। ১৪ জুলাই ফাইনালের মধ্যে দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট