নিজস্ব প্রতিবেদন ঃ আর এক সপ্তাহের অপেক্ষা। সামনেই বিশ্বকাপ। এ বছর ইংল্যান্ডে বসতে চলেছে বিশ্বকাপের আসর। বিশ্বকাপ শুরু হতে আর বাকি সপ্তাহ খানেক। প্রতিটি দলই নিজস্ব স্ট্র্যাটেজি সাজিয়ে তৈরি মহারণের জন্য। ইংল্যান্ডের পরিবেশে প্রতিটা দলই প্রচুর রান করবে বলে আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। স্বাভাবিক ভাবে প্রতিটি দল নিজের স্ট্র্যাটেজি সাজিয়ে তৈরি । ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু এবারের বিশ্বকাপ। তার আগে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কোহলি ও কোচ রবি শাস্ত্রী। সেখানেই অধিনায়ক জানালেন, এবারের বিশ্বকাপ সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। পাশাপাশি প্রতিটি দল এর সমর্থকরা প্রহর গুনছেন বিশ্বকাপের জন্য। বিশ্বজুড়ে বিশ্বকাপ নিয়ে উত্তেজনা তুঙ্গে। প্রতিটি দল তৈরি মহারনের জন্য। ৫ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম লড়াই টিম ইন্ডিয়ার। তবে এই বছর বিশ্বকাপে প্রতিটা দল প্রচুর রান করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশেষ করে ওপেনারদের উপরে অনেকটাই দায়িত্ব বর্তাবে দলের বড় স্কোর গড়ার ক্ষেত্রে।
সামনে বিশ্বকাপ , প্রতিটি দল তৈরি মহারনের জন্য
বুধবার,২২/০৫/২০১৯
595
বাংলা এক্সপ্রেস---