সম্প্রীতির ইফতার পার্টিতে মেয়র ফিরহাদ ,মন্ত্রী সুব্রত ও সোভনদেব


বুধবার,২২/০৫/২০১৯
714

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস, কোলকাতা : সম্প্রীতির ইফতার পার্টি অনুষ্ঠিত হল কোলকাতায়। প্রভাবশালী উর্দু দৈনিক আখবার ই মাশরিক পত্রিকা গোষ্ঠি এই ইফতার পার্টির আয়োজন করে। ইফতার পার্টিতে অংশ নেন কোলকাতায় মেয়র তথা পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি, রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান,বিদায়ী লোকসভার সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূলের অন্যতম মুখ ইয়াসির হায়দার প্রমুখ। এদিনের ইফতার পার্টিতে মহিলারা সামিল হন। শান্তি-সম্প্রীতি ও সৌহার্দ কামনা করে সর্বশক্তিমানের নিকটে দোওয়া চাওয়া হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট