আঞ্জুমানে জামিয়তে উলামার ইফতার ও বস্ত্র বিতরণ


বুধবার,২২/০৫/২০১৯
614

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস, উত্তর ২৪ পরগণা : আঞ্জুমানে জামিয়াতে উলামার রন্ধনগাছা এবং পশ্চিম নারায়ণপুর শাখা কমিটির উদ্যোগে এক বিরাট বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় কামদেবপুর বাজারে।জাতি- ধর্ম -বর্ণ নির্বিশেষে ৩০০জন অসহায়ের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় ও ১০০০ জনের ইফতারির ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব,মাওলানা রিয়াজুল ফাতেহী সাহেব, হাফেজ গিয়াসউদ্দিন সাহেব, মাওলানা মোস্তাকিম রহমান ফাতেহী সাহেব, মাদ্রাসার শিক্ষক মাওলানা মুজিবর রহমান সাহেব, হাফেজ মনিরুল ইসলাম সাহেব ,
হাফেজ সরিফুল ইসলাম সাহেব ও উক্ত শাখা কমিটির সভাপতি হাফেজ ইসমাইল সাহেব,জনাব নাজমুল সাহেব ও জনাব আবিদ সাহেব সহ অন্যান্য শাখা কমিটির কর্মীবৃন্দ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট