বাংলা এক্সপ্রেস ডেক্স: দ্বিতীয় বারের জন্য বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিতে যাচ্ছে মাশরাফি মোর্তাজা। এর আগে কেউ দুবার বিশ্বকাপে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়নি। ১৯৯৯ সাল থেকে বাংলাদেশ দল নিয়মিতই অংশ নিচ্ছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় আসরে।২০১৯ বিশ্বকাপে ষষ্ট বারের জন্য খেলবে পর্দাপারের দেশটি। এর আগে পাঁচ দফায় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন পাঁচ জন।
এক ঝলকে জেনে নিন তাদের নাম।১৯৯৯ সালে আমিনুল ইসলাম এবং ২০০৩ সালে খালেদ মাসুদ বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। ২০০৭ সালে বাংলাদেশের অধিপতি ছিলেন মহম্মদ আশরাফুল ইসলাম। ২০১১অধিনায়কত্বের দায়িত্ব সামলান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর ২০১৫ সালের বাংলাদেশের দলপতি ছিলেন বর্তমান জাতীয় সংসদের এমপি মাশরাফি মোর্তাজা। মাশরাফিকেই বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক হিসাবে ধরা হয়।