বাংলা এক্সপ্রেস ডেক্স: সারা রাজ্যে ২০১৯ মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্যে পেল আল আমিন মিশনের পড়ুয়ারা। সারা রাজ্যের ২৭টি বালক ও ১২ টি বালিকা শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১৫০৭ জন।এর মধ্যে ছাত্র ১০৩৯ এবং ছাত্রী ৪৬৮ জন।
৯০% বা তার বেশি নম্বর পেয়েছে ৩১০ জন।
৮৫% বা তার বেশি নম্বর পেয়েছে ৬৯৮ জন।
৮০% বা তার বেশি নম্বর পেয়েছে ১০২১ জন।
৭৫% বা তার বেশি নম্বর পেয়েছে ১২১৩ জন।
প্রথম দশে কেউ জায়গা না পেলেও সম্ভাব্য কুড়ির তালিকায় ঢুকে পড়েছে চার জন পড়ুয়া। ১. সুমাইয়া খাতুন( রাজ্যে সম্ভাব্য ১৪ তম, প্রাপ্ত নম্বর ৬৭৭, বেলপুকুর শাখা )২. আশিক ইকবাল( রাজ্যে সম্ভাব্য ১৫ তম, প্রাপ্ত নম্বর ৬৭৬, পাথরচাপুড়ি শাখা)
৩. আফতাব মোল্লা ( রাজ্যে সম্ভাব্য ১৮ তম, প্রাপ্ত নম্বর ৬৭৩,পাথরচাপুড়ি শাখা) ৪. আখতারা পারভিন( রাজ্যে সম্ভাব্য ২০ তম, প্রাপ্ত নম্বর ৬৭১, খলতপুর শাখা )