বিরোধীদের সঙ্গে ইভিএম কারচুপি নিয়ে উদ্বিগ্ন দেশের এই প্রাক্তন রাষ্ট্রপতি


বুধবার,২২/০৫/২০১৯
414

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস ডেক্স: ইভিএম কারচুপি নিয়ে বিরোধীদের সঙ্গে উদ্বিগ্ন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর মতে, প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। মঙ্গলবার এক বিবৃতিতে প্রণববাবু বলেছেন, ইভিএমের সুরক্ষার দায়িত্ব এখন কমিশনের। উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা থেকে বহু ভিডিও প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বেসরকারি গাড়িতে ইভিএম অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।

বিরোধীরা অভিযোগ করেছে, ইভিএমে ব্যাপক কারচুপির চেষ্টা চলছে। প্রণব বাবু বলেছেন, এব্যাপারে জল্পনার কোনও অবকাশ থাকা উচিত নয়। এই ধরণের ঘটনা গণতন্ত্রের মূল ভিত্তিকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। জনগণের মতই চূড়ান্ত হওয়া উচিত। তাতে কোনওরম সন্দেহ থাকা উচিত নয়। সাংবিধানিক প্রতিষ্ঠানের ঘোর সমর্থক হিসেবে তাঁর বিশ্বাস, কীভাবে প্রতিষ্ঠান কাজ করবে তা নির্ভর করে তার পরিচালকদের ওপরই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট