গরমে গা ভেজাতে চলে যান একোয়াটিটাতে


মঙ্গলবার,২১/০৫/২০১৯
4122

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস ডেক্স: জলে ভিজতে বা ভাসতে কার না মন চায় এই গরমে। তীব্র দাবদাহ থেকে বাঁচতে মন চায় ঘণ্টার পর ঘণ্টা ঠান্ডা জলে গা ভেজাতে। তার সাথে যদি মিউজিক এবং রসনা তৃপ্তির জন্য মন মাতানো খাবার পাওয়া যায় তাহলে আর কোন কথাই নেই। এসব মিলছে নিউটাউন লাগোয়া ভাঙড়ের একোয়াটিকা ওয়াটার পার্কে। ১৮ বছর ধরে চলা এই পার্ক এমনিতেই সারাবছর উৎসব মুখর মানুষের ভিড়ে গমগম করে। এবছর আবার সেখানে চালু হয়েছে জঙ্গল সাফারি ওয়াটার রাইড। যে রাইডের স্বাদ নিতে পারবেন পরিবারের প্রত্যেকে। তার সাথে ওয়েভ পুল, নায়াগ্রা ফলস প্রভৃতির আকর্ষন তো আছেই। তাই স্কুল ছুটি পড়তেই শুধু কলকাতা বা শহরতলি নয় রাজ্যের অন্যান্য জেলা থেকেও শয়ে শয়ে মানুষ ভিড় জমাচ্ছেন একোয়াটিকা ওয়াটার পার্কে।আর আপনিও চলে আসতে পারেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট