বাংলা এক্সপ্রেস, নরেন্দ্রপুর: সাধারণ প্রবণতা থেকে বেড়িয়ে ঐকিক মাঝি হতে চায় ভাল প্রশাসক। ইন্ডিয়ান এডমিনিট্রেটিভ সার্ভিস( আইএএস) অথবা ইন্ডিয়ান ফরেন সার্ভিস( আইএফএস) হয়ে সে সেবা করতে চায় দেশের। ২০১৯ মাধ্যমিক পরীক্ষায় সোনারপুরের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে সে পেয়েছে ৬৮২ নম্বর। রাজ্য ক্রম তালিকায় সে দখল করেছে নবম স্থান। দক্ষিণ ২৪ পরগণা জেলায় সে দ্বিতীয়।
ঐকিক তার সাফল্য উৎসর্গ করেছে তার বাবা-মা এবং রামকৃষ্ণ মিশনের মহারাজদের। খুব বেশি পড়াশুনা করত না সে। স্কুল টাইপের বাইরে পাঁচ ঘন্টা পড়ত ঐকিক। গল্প কিংম্বা উপপন্যাস তার বেশ ভালো লাগে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার প্রিয় উপন্যাস। খেলাধুলার মধ্যে তার ভাল লাগে ক্রিকেট।ঐকিকের পছন্দের ক্রিকেটার ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত মহেন্দ্র সিং ধনী। সাফল্যের চাবিকাঠি ঠিক কি?এই প্রশ্নের উত্তরে ঐকিক বলে, “খুব উচ্চ মানের কিছু না।সাধারণ ভাবে পাঠ্যবই গুলি খুঁটিয়ে পড়লে আর চেষ্টা থাকলে হল।”