পশ্চিম মেদিনীপুর:-দাঁড়িয়ে থাকা বালি বোঝাই লরির পিছনে ধাক্কা বেপরোয়া মারুতি গাড়ির।আহত এক যুবক।ঘটনাটি ঘটেছে বেলদা থানার অন্তর্গত খাকুড়দাতে।বেলদা থেকে দীঘা গামে রাজ্য সড়কে ঘটে এই দুর্ঘটনা।স্থানীয় সূত্রে জানা গেছে বেলদার দিক থেকে ওই মারুতি গাড়িটি এগরার দিকে যাচ্ছিল।বেপরোয়াভাবে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা একটি বালিবোঝাই লরির পিছনে ধাক্কা মারে ওই গাড়িটি।ঘটনায় গুরুতর আহত হয় চালকের পাশের আসনে থাকা যুবক।গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে।যদিও নাম পরিচয় জানা যায়নি।মারুতি গাড়ি চালক পলাতক।
বালি বোঝাই লরির পিছনে ধাক্কা মারুতি গাড়ির,আহত এক যুবক
মঙ্গলবার,২১/০৫/২০১৯
607
বাংলা এক্সপ্রেস---