গাজীপুরে ভোটারদের বাধা, ভোটদানে সহায়তা রাজ্য পুলিশের


সোমবার,২০/০৫/২০১৯
502

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস,ভাঙড়: পোলেরহাট: ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকার পোলেরহাট ২ অঞ্চলের ঘটনা। অভিযোগ আরাবুলের গ্রাম গাজীপুরে ৯১ এবং ৯২ নম্বর বুথে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা। অভিযোগের তীর আরাবুল বাহিনীর দিকে। অভিযোগ এনেছে জমি কমিটির সদস্যরা। এই বুথেই এদিন পুত্র হাকিমূল ইসলামকে সঙ্গে নিয়ে সকাল সকাল ভোট দেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম

জমি কমিটির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে কাশীপুর থানার পুলিশ। নেতৃত্বে ছিলেন ওসি বিশ্বজিত ঘোষ ও ভাঙড়ের সিআই সৌগত রায়। রাজ্য পুলিশের সদস্যরাই ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যান। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ী ফেরেন। পুলিশের ভুমিকায় খুশি ভোটাররা। পুলিশ আসার পর থেকে আর কোন গন্ডগোলের খবর পাওয়া যায়নি।

ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ অবশ্য অস্বীকার করেন ভাঙড়ের এক কালের দামাল ছেলে আরাবুল ইসলাম। তিনি বলেন, “আমার কাছে এই ধরণের কোন খবর নেই। শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। মানুষ গনতান্ত্রিক উপায়ে ভোটাধিকার প্রয়োগ করছে। “

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট