যাদবপুরের বাম প্রার্থী বিকাশের সঙ্গে ভাঙড়ে বুথে বচসা তৃণমূল কর্মীদের সঙ্গে


সোমবার,২০/০৫/২০১৯
509

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস, ভাঙড়: বুথ থেকে সিপিএম এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ পেয়ে সটান বুথে যাদবপুরের বাম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনা ভাঙড় ১ নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলের রানিগাছি গ্রামের। সেখানে গিয়ে তৃণমূল কর্মীদের কাছে জানতে চান কেন সিপিএম এজেন্ট আব্দুল জলিলকে বার করে দেওয়া হল।

অভিযোগ অস্বীকার করে তৃণমূল কর্মী সমর্থকরা। তারা বলেন, এখানে এই ধরণের কোন ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভাবে এই অঞ্চলে ভোট হয়। বিকাশ বাবুর সঙ্গে বেশ কিছুক্ষণ বচসা চলে তৃণমূল কর্মীদের। তারপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন সিপিএম এজেন্টকে বার করে দেওয়া হয়েছে বলে। বিকাশ বাবু বুথে এজেন্টকে বসার ব্যবস্থা করে সেখান থেকে বেড়িয়ে আসেন।

সিপিএম এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন প্রিসাইডিং অফিসারও। তিনি বলেন, এখানে কাউকে বার করা হয়নি। উনি নিজেই বাইরে চলে গেছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট