নিজস্ব প্রতিবেদন ; আর কিছু দিনের অপেক্ষা শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। IPL-এর শেষ ম্যাচে কিংস একাদশ পঞ্জাবের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন তিনি।তাঁর চোট নিয়ে চিন্তায় ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টও। তবে ভারতীয় দলের জন্য সুখবর তিনি এখন সুস্থ। পাশাপাশি ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটিং এবং বল হতে মিডল ওভারে তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।স্বাভাবিক ভাবে বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য দারুন খবর। বিশ্বকাপ নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনাও তুঙ্গে। ইতিমধ্যে বিশ্বকাপের থিম সং প্রকাশিত হয়েছে । নতুন গায়ক লরিন ও পরিচিত ব্রিটিশ ব্য্যান্ড রুডিমেন্টালের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে বিশ্বকাপের গান। পুরো টুর্নামেন্টে মাঠে ও শহরজুড়ে বিশ্বকাপে সব ইভেন্টে বাজবে এই গান। এ বারের বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ড। স্বাভাবিক ভাবে বিশ্বজুড়ে বিশ্বকাপ নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে বিশ্বকাপের আগে ভারতীয় দলের তারকা ক্রিকেটারের সুস্থ হয়ে ওঠার খবর শুনে উচ্ছসিত সমর্থকরা।
কেদার যাদবের সুস্থ হয়ে ওঠা ভারতীয় দলের জন্য বড় সুখবর।
সোমবার,২০/০৫/২০১৯
664
বাংলা এক্সপ্রেস---