বাংলা এক্সপ্রেস ডেক্স: কেন্দ্রে ফের ক্ষমতার মসনদে বসতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে কমছে গতবারের তুলনায় আসন সংখ্যা। সমীক্ষাক সংস্থা দ্য নিয়েলসনের বুথ ফেরৎ সমীক্ষায় এনডিএ জোট পেতে পারে ২৬৭ টি আসন। তবে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে হলে প্রয়োজন ২৭২ টি আসন। অর্থাৎ এনডিএ ম্যাজিক ফিগার থেকে ৫ টি আসন কম পাচ্ছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোঠের দিকে যেতে পারে ১৩১ টি আসন। আঞ্চলিক দলগুলির ঝুলিতে যাওয়ার সম্ভাবনা ১৪৮ টি আসন। তবে ২৩ মেল দিকে সবার নজর থাকবে। বাস্তব কি বলে। সময় শেষ কথা বলবে।
দ্য নিয়েলসনের সমীক্ষা :ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, তবে কমছে আসন সংখ্যা
রবিবার,১৯/০৫/২০১৯
425
নিজস্ব প্রতিবেদক ---