নিজস্ব প্রতিবেদন ; দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আর কিছু দিনের অপেক্ষা শুরু হতে চলেছে বিশ্বকাপ ক্রিকেট। স্বাভাবিক ভাবে বিশ্বজুড়ে বিশ্বকাপ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলা ৪৬ দিনের মহারণে প্রথমবার দশটি দলই একে অপরের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ে লড়বে। তারপর শুরু নকআউট পর্ব। ১৪ জুলাই লর্ডসে ফাইনালের বাইশ গজ বলে দেবে, কে হবে বিশ্বসেরা। স্বাভাবিক ভাবে বিশ্বকাপের উত্তেজনা এখন বিশ্বজুড়ে। প্রতিটা দলই তার একটা ছক কষতে শুরু করে দিয়েছে। সঙ্গে জোরকদমে চলছে অনুশীলন।
বিশ্বজুড়ে বিশ্বকাপ নিয়ে উত্তেজনা তুঙ্গে।
শনিবার,১৮/০৫/২০১৯
823
বাংলা এক্সপ্রেস---