নিজস্ব প্রতিবেদন ; বেলা বাড়তে থাকার সাথে সাথে বাড়ছে সুর্্যের চোখ রাঙ্গানি। প্রখর দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। গরমে জেরবার মানুষ। ঘর থেকে বেরিয়ে গন্তব্যে পৌঁছাতে কার্যত নাভিশ্বাস উঠছে শহরবাসীর। আগামী কয়েকদিনে আরও বাড়বে তাপামাত্রা, জানাল হাওয়া অফিস। তবে স্বস্তির খবর রয়েছে কয়েকটি জেলার জন্য। তবে তীব্র গরমে প্রান ওষ্ঠাগত হয়ে উঠেছে সাধারন মানুষের। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে গরম। তাপমাত্রা বাড়ছে পাল্লা দিয়ে, শহর থেকে জেলা জুড়ে একই ছবি। তবে সুখবর, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনার জন্য। আগামিকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ওই তিনটি জেলায়।
গ্রীষ্মের তীব্র দাবদাহে অতিষ্ঠ বঙ্গবাসী।
শনিবার,১৮/০৫/২০১৯
812
বাংলা এক্সপ্রেস---