বাড়িতে নিমেষে বানিয়ে ফেলুন আমের জুস


শুক্রবার,১৭/০৫/২০১৯
839

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ তীব্র গরমে নাজেহাল হয়ে উঠেছেন, বাইরের পারদ চড়ছে তাপমাত্রার। তাই এবার গরমে সাময়িক স্বস্তি পেতে বাড়িতেই  বানিয়ে ফেলতে পারেন আমের জুস। উপাদান:-• কাঁচা আম ২ টি,• ২ গ্লাস জল,  বরফ কুঁচি ১ কাপ, চিনি স্বাদমতো,লবন  স্বাদমতো,।প্রথমেই কাঁচা আমগুলোকে ভালো করে ছিলে ধুয়ে নিতে হবে। এবার আম গুলো গ্রেড করে নিতে হবে। গ্রেট করা আমের সাথে চিনি,  বিট লবণ, ভালোভাবে মিশিয়ে নিন। এবার আমের মিশ্রনের সাথে ২গ্লাস জল মিশিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করুন। এরপর ঐ মিশ্রনের সাথে  বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন এই রেসিপি।

 

 

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট