ঝাড়গ্রাম:- দাসপুরে ভাইঝির উপর অ্যাসিড হামলা জেঠুর। জানা গেছে, দাসপুর থানার সয়লায় বাড়ি দেবপর্না জানা পালের। মা অসুস্থ থাকায় সোনাখালিতে বাপের বাড়িতে ছিলেন তিনি। তাঁর অভিযোগ কিছুদিন অগে থেকে তাদের বাড়িতে অশান্তি হচ্ছিল। এমনকি তাদের মারধরও করেছিল জেঠু। আজ দুপুরে বাথরুম থেকে বেরনোর সময় জেঠু দিলীপ পাল অ্যাসিড ছু্ড়ে তার গায়ে।তার গায়ে ও হাতে অ্যাসিড লাগে। তারপর চিৎকার শুরু করলে গ্রামবাসীরা উদ্ধার করে হাসপাতালে। প্রথমে তাকে সোনাখালি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে স্থানান্তরিত করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে।
দাসপুর থানায় খবর গেলে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। মেয়ের মায়ের অভিযোগ, ভাসুর দিলীপ পাল আমাদের উপর অনেকদিন ধরেই অত্যাচার করছে। যার ফলে আমার স্বামী কয়েক মাস আগে মারা গেছে। আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দিতে চায়। তাই নানা ভাবে আক্রমন করে। কয়েকদিন আগে মারধর করে। আজ মেয়ের উপর অ্যাসিড হামলা করেছে। পুলিশকে জানিয়ে লাভ হচ্ছে না। আমি এবং আমার দুই মেয়ে সবসময় আতঙ্কে রয়েছি।