আরও একবার আইপিএল খেতাব নিজের নামে করল মুম্বই।


সোমবার,১৩/০৫/২০১৯
693

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ রবিবারের ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে ক্রিকেট প্রেমীদের মধ্যে। প্রতি মুহূর্তে অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়ছিল ক্রিকেটপ্রেমীদের। এক অসাধারন ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। টানটান ম্যাচে দুই দলের সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মত। গ্যালারিতে অনবরত প্রার্থনা করে চলেছিলেন সাক্ষী ধোনি। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৪৯ রানের লক্ষ্য রাখে চেন্নাইয়ের সামনে। জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে ধোনীর চেন্নাই। শুরু থেকেই ঝোরো ইনিংস খেলতে দেখা যায় চেন্নাইয়ের দুই ওপেনারকে। ১৬ তম ওভারে মারমুখি ওয়াটসনের ক্যাচ ফেলে ফের বিপাকে পড়ে মুম্বই। তবে শেষ ওভারে লাসিথ মালিঙ্গার দুরন্ত বোলিং এর সামনে দাঁড়াতে পারল না চেন্নাই। ১ বলে ২ রানের লক্ষ্যে আউট হয়ে যান শার্দূল ঠাকুর। ১ রানে ম্যাচ জিতে যায় মুম্বই ইন্ডিয়ান্স। চতুর্থবার ট্রফি ঘরে তুলে টুর্নামেন্টের ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম খোদাই করলেন রোহিত শর্মা। আরও একবার আইপিএল খেতাব নিজের নামে করল মুম্বই। কে জিতবে আই পি এলের খেতাব তার অপেক্ষায় ছিল গোটা দেশ। কিন্তু শেষ হাসি হাসল মুম্বই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট