নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার আইপিএল ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। এমএস ধোনি অবশ্য টস হেরে জানিয়ে দেন তিনি প্রথমে ফিল্ডিংই করতে চেয়েছিলেন।শুরুটা ভালই করে দিয়েছিলেন মুম্বইয়ের দুই ওপেনার কুইন্টন ডে কক ও রোহিত শর্মা। তবে চেন্নাইয়ের সামনে বড় রানের লক্ষ্য গড়তে ব্যর্থ তাঁরা।১৫ রানেই আউট হয়ে যান রোহিত। আরেক ওপেনার কুইন্টন ডি কক ফেরেন ২৯ রানে।১৭ বলে ১৫ রান করে ১২তম ওভারে আউট হন সূর্যকুমার যাদব। ২০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ১৪৯-৮। জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে ধোনীর চেন্নাই। শুরু থেকেই ঝোরো ইনিংস খেলতে দেখা যায় চেন্নাইয়ের দুই ওপেনারকে। ৫৯ বলে ৮০ রান করে দুই বলে চার রান বাকি থাকতে আউট হলেন সেন ওয়াটসন । ১ বলে ২ রানের লক্ষ্যে আউট হয়ে যান শার্দূল ঠাকুর। ১ রানে ম্যাচ জিতে যায় মুম্বই ইন্ডিয়ান্স। আই পি এলের ফাইনাল ম্যাচে আবার জয় ছিনিয়ে নিল মুম্বাই ইন্ডিয়ান্স।
রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিল মুম্বাই ইন্ডিয়ান্স
সোমবার,১৩/০৫/২০১৯
981
বাংলা এক্সপ্রেস---