নিজস্ব প্রতিবেদন ঃ আজ আই পি এলের ফাইনালে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। প্রথমে টসে জিতে ব্যাটিং এর সিধান্ত নিল মুম্বাই ইন্ডিয়ান্স। এমন হাইভোল্টেজ ম্যাচে টস খুবই গুরুত্বপুর্ন। শেষ ম্যাচ জিতে আন্তবিশ্বাস ফিরে পেয়েছে ধোনির চেন্নাই। Indian Super League-এর সব থেকে সফল দুই দল আবার মুখোমুখি। দিল্লির বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে চেন্নাই। রানে ফিরেছেন ওপনার শেন ওয়াটসন। প্রথম তিনবারই জয়ের পতাকা উড়িয়েছেন Rohit Sharma মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আজকের ম্যাচ নিয়ে উত্তেজনা রয়েছে তুঙ্গে ক্রিকেট প্রেমীদের মধ্যে। আইপিএল-এর ১২ বছরের ইতিহাসে দুটো দলই শীর্ষে থেকে ট্রফি জিতেছে। চলতি টুর্নামেন্টেও টানা তিন বার চেন্নাইকে হারিয়েছে মুম্বই। তবে কি হবে আজকের ম্যাচের ফলাফল সেদিকে তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।
টস জিতে ব্যাটিং এর সিধান্ত নিল মুম্বাই ইন্ডিয়ান্স
রবিবার,১২/০৫/২০১৯
816
বাংলা এক্সপ্রেস---