নিজস্ব সংবাদদাতা, চাকদহ: ১২ইমে–আজ বিশ্ব মাতৃ দিবস।সেই সাথে চলছে প্রচন্ড দাবদাহ।বাড়ির বাইরে কেউ বেড় হতে পাচ্ছে না।দফায় দফায় বাড়ছে গরম হাওয়া। কচি থেকে বৃদ্ধ গরমে নাকাল।এই গরমে হাসপাতাল গুলি রক্ত সংকটে ভুগছে।ভয় পাচ্ছে রক্ত দান শিবির করতে। ক্লাব গুলি রক্ত দানের শিবির করতে ভয় পাচ্ছে।যদি মানুষের সাড়া না পাওয়া যায়।আজ বিশ্ব মাতৃ দিবস।এই মাতৃ দিবস কে স্মরন করতে শিমুরালি ঐক্য ক্যালচারাল অ্যাসোসিয়েশনের মহিলা সদস্যরা এগিয়ে আসলেন।রক্ত দানের মাধ্যমে মাতৃ দিবস পালন করতে।তাদের ২৬ তম রক্তদান শিবিরে হাসপাতালের রক্ত সংকট মেটাতে এই রক্তদান শিবির।কল্যানী গান্ধী মেমোরিয়াল ব্ল্যাড ব্যাংকের সহযোগিতাই সকাল দশ টা থেকে শুরু হয় রক্তদান শিবির ঐক্য ক্যালচারাল অ্যাসোসিয়েশনের নিজস্ব ক্লাব ঘরে।২৬ জন মহিলা সহ মোট ৭২ জন রক্ত দান করে দেন।
ক্লাবের মহিলা সদস্য রা ঝুমুর সরকার,সম্পা মন্ডল,অনুসৃয়া মুখার্জী ও মল্লিকা ব্যানার্জী রা খুশি বিশ্ব মাতৃ দিবসে নিজেরা অংশগ্রহন করা এবং রক্ত দানের মাধ্যমে নজির সৃষ্টি করার জন্য।তারা প্রমান করলেন ছেলেদের পাশাপাশি গ্রামের মেয়েরা যে এই ধরনে সামাজিক কাজ সংসার সাম্লিয়ে করতে পারে এলাকার মানুষ আজ দেখলো।ক্লাবের পুরুষ সদস্য রা ও যারা রক্ত দিতে এসেছে তারাও প্রশংসায় পঞ্চমূখ।নেতা নেতৃ ও অতিথি রা না থাকলে ও যে এই ধরনে র অনুষ্টান করা যায়।চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন মহিলারা বিশ্ব মাতৃ দিবসে।