বাংলা এক্সপ্রেস, বাঁকুড়া: তৃণমূলের পোলিং এজেন্টের হাত ভাঙল কেন্দ্রীয় বাহিনীর মারে। আহত সুশান্ত লায়েক নামে ওই পোলিং এজেন্টকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের কালাপাথর ২৫৪ নং বুথের ঘটনা। তৃণমূলের পক্ষ দাবি করা হয়, একজন দৃষ্টিহীন ভোটার ও তাঁর ছেলের সঙ্গে দুর্ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ঘটনার প্রতিবাদ করতে যান তৃণমূলের পোলিং এজেন্ট। তারপরই তাঁকে বেধড়ক লাঠিচার্জ করে বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের লাঠির ঘায়ে হাত ভেঙে যায় ওই পোলিং এজেন্টের।
কেন্দ্র বাহিনীর লাঠির আঘাতে হাত ভাঙল তৃণমূলের পোলীং এজেন্টের
রবিবার,১২/০৫/২০১৯
843
নিজস্ব প্রতিবেদক ---