বাংলা এক্সপ্রেস ডেক্স: আগামী পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গের অধিকাংশ জেলা গুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং মালদা তে। ঐ সমস্ত অঞ্চলে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং নদীয়াতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব অঞ্চলে ঝড় বৃষ্টি হবে না।