কনীনিকা বোস ঘোষ এর সমর্থনে মহামিছিল বামেদের


রবিবার,১২/০৫/২০১৯
677

কলকাতা : উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কনীনিকা ঘোষ এর সমর্থনে কেন্দ্রীয় মিছিল সংঘটিত হলো চিড়িয়া মোড় থেকে এন্টালি মার্কেট পর্যন্ত। এই মিছিলে অংশগ্রহণ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা অনাদি সাহু, মানব মুখোপাধ্যায়, রবিন দেব, রুপা বাগচী, রাজ দেও গোয়ালা সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কনীনিকা ঘোষ এর সমর্থনে এদিনের কেন্দ্রীয় মিছিলে কয়েক হাজার বাম কর্মী-সমর্থক যোগ দেন। বৈশাখী তাপদাহ কে উপেক্ষা করে রবিবাসরীয় এই প্রচার জমজমাট হয়ে ওঠে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এ রাজ্যে। নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। কেন্দ্র বাহিনী থাকা সত্ত্বেও বিভিন্ন সন্ত্রাসমূলক ঘটনা ঘটছে বিভিন্ন নির্বাচনী বুথে। নির্বাচন কমিশনকে বারবার জানানো সত্ত্বেও কাজের কাজ হচ্ছে না সন্ত্রাস অব্যাহত থাকছে। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ ভাবে এই সন্ত্রাসের মোকাবিলা করবে বলে অভিমত পোষণ করেন বামফ্রন্ট চেয়ারম্যান।

https://youtu.be/hZ05LXgTUo0

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট