পশ্চিম মেদিনীপুর:- কেশপুরের ঘটনার জন্য দায়ী ভারতী ঘোষ। এই অভিযোগ ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারীর।ঘাটালের ১৬ নং ওয়ার্ডের বুথ পরিদর্শনে এসে তিনি বলেন, ভোটের অগে ৪০ দিন ধরে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছেন ভারতী। অামি এসেছি কোনও মানুষজনকে নিয়ে নয়। কিন্তু তিনি যাছেন কনভয় নিয়ে প্রচুর লোকজন নিয়ে। বিভিন্ন এলাকায় গন্ডগোল পাকাছেন। মানুষের প্রতি ভালবাসা থাকলে এমনিই ভোট দেবে মানুষ। কেশপুরে মিডিয়ার গাড়ি ভাঙচুর করার ঘটনায় দু:খ প্রকাশ করেন তিনি। সারা ভারত বর্ষের ভোট শান্তিতে হোক তাঁর প্রার্থনা।
কেশপুরের ঘটনার জন্য দায়ী ভারতী ঘোষ : দেব
রবিবার,১২/০৫/২০১৯
861