বারাসাত লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী হরিপদ বিশ্বাসের সমর্থনে সাইকেল মিছিল


শনিবার,১১/০৫/২০১৯
698

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস, নিউটাউন:বারাসাত লোকসভা কেন্দ্রের ফব প্রার্থী হরিপদ বিশ্বাসের সমর্থনে সাইকেল করল বামকর্মীরা। রাজারহাট-নিউটাউন বিধানসভার জ্যাংড়া হাতিয়াড়া অঞ্চল পরিক্রমা করে বিশাল সাইকেল মিছিল। এদিন গৌরাঙ্গ নগর পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়। ঘুনি-যাত্রাগাছি-রামকৃষ্ণ পল্লী প্রভৃতি গ্রামে ঘুরে মিছিল শেষ হয়।

মিছিলে ছিলেন প্রার্থী হরিপদ বিশ্বাস ও নিউটাউন এরিয়া কমিটির সম্পাদক পরিমল মিস্ত্রী। এদিনের সাইকেল মিছিলে মহিলারাও অংশ নেন। সবুজ সাইকেল ও লাল পতাকায় মুড়ে যায় রাস্তা।

মিছিল থেকে তৃণমূল ও বিজেপি বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বলা হয় তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে আর বিজেপিকে দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। উদাহরণ স্বরূপ ত্রিপুরার কথা তুলে ধরা হয়। আহ্বান জানান হয় হরিপদ বিশ্বাসকে জয়ী করার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট