কেএলসির বামনঘাটায় রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির


শনিবার,১১/০৫/২০১৯
602

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস, কেএলসি: রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতা লেদার কমপ্লেক্স থানার বামনঘাটায় অনুষ্ঠিত হল স্বেচ্ছা রক্তদান শিবির।যোতভীম প্রান্তিক সংঘের উদ্যোগ ও পরিচালনায় ৪৬ জন ব্যাক্তি এদিন রক্তদান করেন। উপস্থিত ছিলেন কেএলসি থানার আধিকারিক স্বরুপ কান্তি পাহাড়ি, সাহিত্যিক চন্দ্র নাথ নস্কর প্রমুখ। উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্য এবং এলাকার সাধারণ মানুষ। সবার মধ্যে উৎসাহ লক্ষ করা যায়।

রক্তদানে মহিলারা। শনিবার।

গানে-কথায় ও কবিতায় এদিন কবিগুরুকে স্মরণ করা হয়। কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্টরা। এদিনের রক্তদানে মহিলারাও অংশ নেন। মুসলিমদের রোজা বা উপবাস এবং প্রচন্ড গরমের কারণে রক্তাদাতার সংখ্যা কম হয়েছে বলে মনে করছেন ক্লাব কর্মকর্তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট