পশ্চিম মেদিনীপুর: বৃহস্পতিবার দুপুরে খড়্গপুরে মানস ভুঁইয়ার সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বক্তৃতা যখন শেষ পর্যায়ে, তখন মঞ্চে আসেন তেলুগু দেশম পার্টির সভাপতি। দিদির বক্তৃতা শেষে মাইক ধরেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। শুরুতে কিছুটা বাংলায় বলার চেষ্টা করেন একদা এনডিএ-এর শরিক। বলেন, “দিদি বাংলার বাঘ। মোদীকে শায়েস্তা করে দিয়েছেন।”
বাংলার উন্নয়নের ধারা বজায় রাখতে মমতার হাত শক্ত করার আবেদন জানান চন্দ্রবাবু।চন্দ্রবাবুর এই বক্তৃতা শুনে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলের এক শীর্ষ নেতা বলেন, “এত দিন বাংলার মানুষ স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলে জানতেন। সামনের বার থেকে হয়তো শিশু শ্রেণিতে সাধারণ জ্ঞানে এটাই পড়ানো হবে।”খড়্গপুর শহরে বহু তেলুগু ভাষাভাষীর বাস। পর্যবেক্ষকদের মতে, সে সব অঙ্ক কষেই অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে সেখানে হাজির করিয়েছেন দিদি। এ দিন সিংহভাগ বক্তৃতা তেলুগু ভাষাতেই দেন চন্দ্রবাবু।