মধ্যমগ্রামে বিধায়ক রথীন ঘোষের উদ্যোগে কবিগুরু স্মরণে প্রভাতফেরী


বৃহস্পতিবার,০৯/০৫/২০১৯
713

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস, মধ্যমগ্রাম :মধ্যমগ্রামের বিধায়ক তথা মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান রথীন ঘোষের পাড়ায় কবিগুরু স্মরণ।বৃহস্পতিবার সকাল ৬ প্রভাতফেরীর আয়োজন করা হয়।অনান্য বছরের মতো এবছরও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাইকেলনগর মধুকানন সংলগ্ন রবীন্দ্র মুর্তির পাশে অনুষ্ঠানে ভিড় জমান রবীন্দ্র প্রেমিরা।কচিকাঁচাদেও দেখা মেলে। কথা-গান ও কবিতায় কবি গুরুকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন রবীন্দ্র মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিধায়ক রথীন ঘোষ। এলকার বিশিষ্ট ব্যাক্তিরাও মালা দেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট