শেষে শুরু ভাঙড়ে বিজেপি প্রার্থী অনুপম হাজরার প্রচার


বৃহস্পতিবার,০৯/০৫/২০১৯
470

নিজস্ব প্রতিবেদক ---

বাংলা এক্সপ্রেস ডেক্স,যাদবপুর: নির্বাচনের মাত্র সপ্তাহ দুই আগে ভাঙড় বিধানসভা এলাকায় মঙ্গলবার প্রথম দেখা মিলল যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে। এদিন বামনঘাটা বাজার থেকে শুরু করে হাটগাছা, কুলবেড়িয়া, হাতিশালায় প্রচার সারেন বিজেপি প্রার্থী। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী অজয় টামটা ও রাজ্যসভার সাংসদ রুপা গঙ্গোপাধ্যায়।

এদিন, ভাঙড়ে দেরিতে প্রচার নিয়ে অনুপম বলেন, ‘ভাঙড় নিয়ে কি স্ট্রাটেজি আসে সেটা মিডিয়ার সামনে বলবো না। ভাঙড়ে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আমাদের ফল ভাল হবে।‘ তিনি ভাঙড়ের দুই প্রভাবশালী নেতা আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ সম্পর্কে বলেন , ‘ওঁরা ইট পেতে বসে আছেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য।‘ পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে আরাবুল-কাইজার,অনুপমের মন্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলে উড়িয়ে দেন।

কিছুদিন আগে অনুব্রত মন্ডলের বাড়ি যাওয়া নিয়ে তিনি বলেন, ‘ওনার মা মারা গিয়েছিলেন তাই সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। এটা নিয়ে যদি কেউ নির্বোধের রাজনীতি করে তাহলে কিছু বলার নেই। বীরভূমের একটা আসন তৃনমূল হারছে।‘

রুপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘তৃনমূল সরকার মানুষের স্বাধীনতা খর্ব করে গুলি, বোমার লড়াই করা শেখাচ্ছে।ভাঙড় মানেই অশান্তি, মারামারি, সিন্ডিকেটের লড়াই। আমরা এ ভাঙড় চাই না। গৌরবের ভাঙড় চাই।‘

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট