ঝাড়গ্রাম: ইভিএম ও ভিভিপ্যাট মেশিন নিয়ে ঝাড়গ্রামের জনসাধারণকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন,’ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে নরেন্দ্র মোদি জালিয়াতি করতে পারে। ইভিএম ও ভিভিপ্যাডের গগনা একসঙ্গে মিলিয়ে দেখা হোক এজন্য মঙ্গলবরাই বিষয়টি আমি নির্বাচন কমিশনে জানিয়েছি। আপনারা ইভিএমে ভোট দেওয়ার পর ভিভিপ্যাড দেখে বুথ কেন্দ্র থেকে বের হবেন।’
‘ইভিএম মেশিনে ভোট দিয়ে অবশ্যই মিলিয়ে দেখবেন ভিভিপ্যাট’ : চন্দ্রবাবু নাইডু
বুধবার,০৮/০৫/২০১৯
675
বাংলা এক্সপ্রেস---