‘দিদি বাংলার বাঘিনী, ভোটের পর দেশের বাঘিনী হতে চলেছেন’ : চন্দ্রবাবু নাইডু


বুধবার,০৮/০৫/২০১৯
479

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: বুধবার লালগড়ের সজীব সংঘের মাঠে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এসেছিলেন ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুর সমর্থনে।চন্দ্রবাবু নাইডু বলেন,’ আপনাদের জন্য অন্ধ্রপ্রদেশ থেকে এসেছি। তৃণমূলের হয়ে প্রচারে আসাতে পেরে আমি খুশি। মমতাকে শ্রদ্ধা করি ও ভালোবাসি। দিদি খুব ডায়নমিক। তিনি বাংলা নয়, দেশের জন্য কাজ করছে।

এই এলাকা মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল অশান্তি ও হিংসা লেগে থাকত। মমতা ক্ষমতায় আসার পরে জঙ্গলমহলের মানুষকে শান্তি দিয়েছে। এলাকায় যেভাবে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এটা ভারতবর্ষের কাছে অনুকরনীয়। দিদি বাংলার বাঘিনী। ভোটের পর দিদি দেশের বাঘিনী হতে চলেছেন। আপনারা দিদিকে সমস্ত আসন দিলে মানুষের জন্য কাজ করতে পারবে।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট